বর্তমানে বাহুবল উপজেলা প্রাচীন তরফ জয়ের পূর্বে ছিল রাজপুর রাজ্য ভূক্ত। রাজপুর ছিল ত্রিপুরা রাজ্যের একটি সামন্ত শাসিত ক্ষুদ্ররাজ্য। রাজপুর রাজ্যের সর্বশেষ সামন্তের নাম ছিল আচক নারায়ন।
ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজীর বঙ্গ বিজয়ের একশত(১০০) বছর পর ১৩০৪ খৃঃ রাজপুর/পূর্বাঞ্চল রাজ্যে মুসলিমদের বিজয় হয়। মুসলিম বিজয়ের পর তরফ শব্দের উদ্ভব হয়।
২০ ডিসেম্বর ১৭৯৩ খৃঃ সিলেটকে ১০টি রাজস্ব জেলায় ভাগ করা হয়। ১০টি রাজস্ব জেলার মধ্যে লস্করপুর রাজস্ব জেলাধীর ছিল বর্তমান বাহুবল উপজেলা। লস্করপুর রাজস্ব জেলার অধীনে ছিল এগার (১১)টি পরগনা; যথা- ১.তরফ, ২.ফয়জাবাদ, ৩.নুরুল হাসান নগর, ৪.গদা হাসান নগর, ৫.উসাই নগর, ৬.দাউদ নগর, ৭.রিয়াজপুর, ৮.রঘুনন্দর, ৯.আনন্দপুর, ১০.পুটিজুরী এবং ১১.বামৈ।
১৮৭৪ খৃঃ সিলেট আসাম প্রদেশ ভূক্ত হওয়ার পর সিলেট সদর, সুনামগঞ্জ, হবিগঞ্জ,করিমগঞ্জ(বর্তমানে ভারত), দক্ষিন সিলেট/মৌলভীবাজার নামে পাঁচটি মহকুমা প্রতিষ্ঠিত হয় এবং বাহুবল ছিল হবিগঞ্জ মহকুমাধীন।
১৯২১ খৃঃ আসাম প্রাদেশিক সরকারের এক গেজেট নোটিফিকেশন মোতাবেক প্রশাসনিক থানা হিসাবে বাহুবল প্রতিষ্ঠা লাভ করে।
১৯৮৪ সালে বাহুবল উপজেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ২৪শে মার্চ ১৯৮৩খৃঃ স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মেজর জেনারেল সামছিল হক উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রথম উপজেলা নির্বাহী অফিসার ছিলেন জনাব গিয়াসউদ্দীন আহেমদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS