জীবন নির্বাহের জন্য যেমন খাদ্যের প্রয়োজন তেমন চিত্ত বিনোদনের জন্য খেলাধুলা খুবই প্রয়োজন আর সেই খেলাধুলার জগতে বাহুবল জসগোষ্ঠির প্রচুর আগ্রহ লক্ষ্য করা যায় । প্রাচীন কাল থেকেই বিভিন্ন দিক থেকে অন্নুত ও অবহিত এই জনপথ ক্রীড়া জগতে অনেক সুনাম ও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে । বাহুবল উপজেলার নারিকেলকলা গ্রামের আদিবাসী জনৈক রবীন্দ্র শীল অনুমান ষাটের দশকে কলকাতা মোহনবাগের মত ঐতিহ্যবাহী ক্লাবে নিয়মিতভাবে ফুটবল খেলে প্রচুর সুনাম অর্জন করতে সক্ষম হন। বাহুবলের বিভিন্ন অঞ্চলে অনেক সনামধন্য ফুটবল খেলোয়াড় ছিলেন যাদের কথা এখন আর কারো মসন পড়ে না । বাহুবল উপজেলার আলিয়াছড়া খাসিয়াপুঞ্জিতে নিয়মিতভাবে ফুটবল খেলা হয়, যাদের খেলা অত্যন্ত আকর্ষনীয় লোহাখলা গ্রামের আদিবাসী চন্দন বাবু অত্যন্ত উচুমানের ফুটবল খেলোয়াড় ছিলেন। এবং গত পঞ্চাশ ও ষাটের দশকে বাহুবলের ক্রীড়া জগতে খুবই জনপ্রিয় ব্যক্তি ছিলেন। বর্তমানে ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবলসহ সব ধরনের খেলাধুলাতে বাহুবলের খেলোয়াড়গণ পিছিয়ে নেই । প্রতিবছরেই কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক স্কুল পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS