‘‘জনগন সেবার পেছনে ছুটবে না, সেবাই পৌছে যাবে জনগণের দোরগোড়ায়’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২০০৯ সালের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে একটি স্বপ্নের অগ্রযাত্রায় একটি রূপকল্প- ‘ডিজিটাল বাংলাদেশ’। ডিজিটাল বাংলাদেশ আজ কেবল সরকারের কর্মসূচী নয়- জাতির গন্তব্য। সরকার এবং রাষ্ট্রের সকল সত্মরের বাইরে ও সাধারণ মানুষ এই শব্দযুগল দিয়ে একটি সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখে। এটি একদিকে এই জাতির উন্নত জীবনের আকাংখাকে প্রকাশ করে, অন্যদিকে নতুন প্রজন্মের কাছে হতাশার বিপরীতে আশার বানী উচ্চারণ করে।
তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে জনগণ যাতে সরকারী পরিসেবা সমূহ সহজে পেতে পারে সে লক্ষ্যে সরকারের ‘Support to Digital Bangladesh Program’ এর সংগে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় বাহুবল উপজেলার মানুষের আরো কাছাকাছি সেবা পৌছে দেয়া তথা তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবার মান এবং গতিশীলতার জন্য বাহুবল উপজেলা প্রশাসন এ ওয়েবসাইট চালু করার উদ্যোগ নিযেছে। এটি এ উপজেলার একটি শক্তিশালী তথ্য ভান্ডার, সুশাসন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ পরিক্রমায় রাষ্ট্রকে এক ধাপ এগিয়ে নেয়ার অনুপ্রেরণা। এর মাধ্যমে জনগণের সাথে উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন বিভাগ ও সরকারের সাথে চলবে প্রতিনিয়ত মিথষ্ক্রিয়া। এই ওয়েব সাইটের মাধ্যমে জনপ্রশাসনের সাথে একদিকে যেমন জনগণের সম্পৃক্ততা এবং জবাবদিহিতা বাড়বে তেমনি উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী যে কোনো তথ্য জানতে ও সমস্যা সম্পর্কে সরাসরি জেলা প্রশাসনকে অবহিত করতে পারবেন এবং প্রতিকার পাবেন।
উপজেলা নির্বাহী অফিসার
বাহুবল, হবিগঞ্জ ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS