গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
বাহুবল, হবিগঞ্জ।
ই-মেইল: unobahubal@mopa.gov.bd
স্মারক নং ০৫.৬০.৩৬১১.০০৩.০১.৩০১.২০১১-১৭(৫০) তারিখঃ ০৪-০৫-২০১৫ খ্রিঃ
সভার নোটিশ
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জানুয়ারি-২০১৫ মাসের নিন্মোক্ত মাসিক সভাসমূহ পার্শ্বে বর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
তারিখ ও বার |
সময় |
সভার নাম |
০৮-১-২০১৫ |
সকাল ১০.০০ ঘ: |
উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা। |
|
সকাল ১০.৩০ ঘ: |
উপজেলা যৌতুক নিরোধ কমিটির সভা। |
সকাল ১০.৪৫ ঘ: |
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখা সংক্রান্ত উপজেলা টাস্ক ফোর্সের সভা। | |
সকাল ১১.০০ ঘ: |
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা। | |
২। সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিবগন স্ব স্ব সভা পরিচালনা ও কার্যাবিবরণী প্রস্তুত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বর্ণিত সভাসমূহে সংশ্লিষ্ট সদস্যগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(মো: নাজমুল হক)
উপজেলা নির্বাহী অফিসার
বাহুবল, হবিগঞ্জ
ফোন- ০৮৩২৮-৫৬০০১
প্রাপক: -------------------------------------------------------
-------------------------------------------------------
-------------------------------------------------------
বাহুবল হবিগঞ্জ।
অনুলিপি : সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে :
১। মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-২, (বাহুবল-নবীগঞ্জ।) নির্বাচনী এলাকা।
২। জেলা প্রশাসক, হবিগঞ্জ।
৩। উপ-পরিচালক, স্থানীয় সরকার, হবিগঞ্জ।
৪। চেয়ারম্যান উপজেলা পরিষদ, বাহুবল, হবিগঞ্জ।
৫। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইসচেয়ারম্যান, উপজেলা পরিষদ, বাহুবল, হবিগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS