Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্বতন চেয়ারম্যানগণ

উপজেলা পরিষদ:

(১৯৮২-১৯৯০) কর্তৃক গঠিত প্রশাসনিক সংস্কার ও পুনর্গঠন কমিটির (সিএআরআর) সুপারিশমালা থেকে উপজেলা পরিষদের ঐতিহাসিক পটভূমি রচিত। বস্ত্ততপক্ষে এই সুপারিশমালা ১৯৫৯ সালের মৌলিক গণতন্ত্র আদেশক্রমে গঠিত থানা উন্নয়ন ও সমন্বয় পরিষদের (টিডিসিসি) অনুবৃত্তিমূলক দলিল। কুমিল্লা জেলায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রতিষ্ঠাতা-পরিচালক আখতার হামিদ খান কুমিল্লা অভিজ্ঞতাভিত্তিক পল্লী উন্নয়নের যে ধারণা গড়ে তোলেন ও প্রচার করেন তার ভিত্তিতে গঠিত হয় টিডিসিসি। ফিল্ড মার্শাল আইয়ুব খানের সামরিক সরকার টিডিসিসি’র ধারণা ও অনুশীলনকে আইনে অন্তর্ভুক্ত করেন। আদি ধারণার মৌলিক বৈশিষ্ট্য হলো থানা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং ইউনিয়ন কাউন্সিল বা বর্তমানে কথিত ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের সমন্বয়ে একটি সরকারি বেসরকারি অংশদারিত্ব গড়ে তোলা।

১। এ কে এম লতিফুর রহমান (মানিক) চৌ:   ১৯৮৫ -১৯৮৮

২। জনাব মো: আ: ছালাম   ১৯৮৮ -১৯৯০

৩। জনাব মো: আব্দুল কাদির চৌধুরী ২৩/০৬/১৯৯০ - ২৩/১১/১৯৯১

৪। জনাব মো: আব্দুল কাদির চৌধুরী ২৬/০২/২০০৯ - ২৫/০৩/২০১৪

৫। জনাব মো. আব্দুল হাই ২৫/০৩/২০১৪ - ২৯/০৪/২০১৯ খ্রিস্টাব্দ

০৬। জনাব সৈয়দ খলিলুর রহমান ২৯/০৪/২০১৯ খ্রিস্টাব্দ হতে চলমান।

এর আগে কোন চেয়ারম্যান দায়িত্ব গ্রহন করেননি।